স্পেনে মুসলিম শাসনামলের টিকে থাকা স্থাপত্য|
প্রাচীনকালে সভ্যতা ও সৌন্দর্যের লীলাভূমি হিসেবে যেসব নগরী খ্যাতি লাভ করেছিল তার মধ্যে স্পেনের নগরীগুলো অন্যতম। ইউরোপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই স্পেনেই রয়েছে মুসলিম ঐতিহ্যের সোনালি অতীত। জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার অনন্য অধ্যায় সেই স্পেন এখন শুধুই স্মৃতি। ৭১১ থেকে ১৪৯২ সাল পর্যন্ত স্পেনে মুসলিম শাসনামলে নির্মাণ করা হয় অনেক ইসলামিক স্থাপনা। সেসব স্থাপনার বেশকিছু এখনো টিকে আছে কালের সাক্ষী হয়ে। এসব স্থাপনার কয়েকটির বিবরণ সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম-
১. আল হামরা প্রাসাদ:
আল হামরা মুসলিম শাসনামলে নির্মিত একটি দুর্গ সংবলিত প্রাসাদ, যা স্পেনের আন্দালুসিয়ার, গ্রানাডা শহরে অবস্থিত। গ্রানাডা শহরের দক্ষিণ-পূর্ব সীমান্তের সাবিকা পাহাড়ে এর অবস্থান।
১২৩৮ সালে মুহাম্মদ ইবনে নাসর প্রাসাদটি নির্মাণ করেন। তখন এটি রাজার বাসস্থান এবং রাজসভা হিসেবে ব্যবহার করা হতো। তার পরবর্তী উত্তরসূরিরা এটির সৌন্দর্যবর্ধন ও নির্মাণ কাজ সমাপ্ত করেন। ১৪৯২ সালে গ্রানাডার পতনের সাথে সাথে আলহামরা মুসলমানদের হস্তচ্যুত হয়ে যায়। স্পেনে মুসলিম ঐতিহ্যের যে স্থাপনাগুলো এখনো রয়েছে তার মধ্যে এ প্রাসাদ অন্যতম।
২. কর্ডোবা মসজিদ:
স্পেনে মুসলিম শাসনামলের অনন্য কীর্তি ঐতিহাসিক কর্ডোবা মসজিদ। একসময় শত শত বছর ধরে এ কর্ডোভা মসজিদই ছিল মুসলিম শাসনের কেন্দ্রবিন্দু। যা ‘লা মেজকিতা’ বা ‘দ্য গ্রেট মস্ক অব কর্ডোভা’ নামেও পরিচিত।
৭৮৪ সালে খলিফা প্রথম আবদুর রহমান তৎকালীন রাজধানী কর্ডোভায় এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে মসজিদটির বর্ধন ও সংস্কারকাজ করা হয়।
১২৩৬ সালে খ্রিস্টান রাজা ফার্ডিনান্ডের হাতে কর্ডোভার পতন হলে খ্রিস্টীয় শাসকরা মসজিদটিকে ক্যাথলিক চার্চে রূপান্তরিত করে। তবে এখনো মসজিদটির মিহরাব টিকে আছে। রয়েছে বেশ কিছুসংখ্যক মুসলিম ঐতিহ্যের নমুনাও।
৩. গিরাল্ডা বেল টাওয়ার:
স্পেনের সেভিয়ায় অবস্থিত এই স্থাপনাটি এক অতীত মসজিদের স্মৃতিচিহ্ন। এটি ‘দ্য গ্রেট মস্ক অব সেভিয়া’ এর মিনার হিসেবে নির্মিত হয়েছিল। মিনারটি লম্বায় ৩৪২ ফুট। ১২৪৮ সালে মসজিদটিকে গীর্জায় পরিণত করা হয় এবং মিনারটিকে গীর্জার বেল টাওয়ারে রূপান্তরিত করা হয়। ১৩৬৫ সালে সম্পূর্ণ মসজিদটি ভেঙে নতুন করে এখানে একটি গীর্জা নির্মাণ করা হয়। গিরাল্ডা নামে পরিচিত এই মিনারটিকে বেল টাওয়ার হিসেবে অক্ষত রাখা হয়। এটি বর্তমানেও বেল টাওয়ার হিসেবে টিকে আছে।
৪. আলমোনাসতের লা রিয়েল মসজিদ:
স্পেনের বর্তমান আন্দালুসিয়া অঞ্চলের হুয়েভা প্রদেশের আলমোনাসতের লা রিয়েলে এই মসজিদটি অবস্থিত। এটি স্পেনের মুসলিম সভ্যতার কয়েকটি টিকে থাকা গ্রামীণ মসজিদের মধ্যে একটি।
নবম ও দশম শতাব্দীতে খলিফা তৃতীয় আবদুর রহমানের শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির অধিকাংশ ইসলামিক বৈশিষ্ট্য এখনো পর্যন্ত অক্ষত আছে। খ্রিস্টীয় শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এই মসজিদটিকে ক্যাথলিক গীর্জায় পরিণত করা হয়।
৫. মদিনা আল-জাহরা:
মাদিনাত আল-জাহরা বর্তমান স্পেনের কর্ডোবার পশ্চিম সীমান্তে একটি সুরক্ষিত প্রাসাদ-উপশহর। খলিফা তৃতীয় আবদুর রহমানের শাসনামলে প্রিয় বেগম আজ জাহরার নামে মদিনাতুজ জাহরা প্রাসাদ-উপশহরটি তৈরি করেন।
উপশহরটি ২৮০ একর জমিতে তৈরি হয়। উপশহরটির ছিল তিনটি ধাপ। প্রথম দাপে খলিফার প্রসাদ, দ্বিতীয় ধাপে বাগিচা এবং তৃতীয় ধাপে কর্মচারী, দাসদাসীদের আবাসগৃহ, অভ্যর্থনা কামরা এবং মসজিদ, হলকক্ষ ও মসজিদের পরেই গুয়াদাল কুইভার নদী যা কর্ডোভার পাশ দিয়ে প্রবাহিত ছিল। প্রত্যেক ধাপ বুরুজবিশিষ্ট প্রতিরক্ষা প্রাচীর দিয়ে সুরক্ষিত ছিল। ১৯২৩ সালে স্পেন সরকার এলাকাটি জাতীয় স্মৃতিসৌধরূপে ঘোষণা করে।
৬. জেরেজের আলকাজার দূর্গ ও মসজিদ:
স্পেনের কাদিজ প্রদেশের জেরেজ শহরে ‘আলকাজার দূর্গ ও মসজিদটি’ অবস্থিত। একাদশ শতকে স্পেনের আলমোহাদ শাসক কর্তৃক এই দূর্গ ও মসজিদটি নির্মাণ করা হয়। ১২৬১ সালে দূর্গটি দখল করার পর খ্রিস্টানরা মসজিদটিকে গীর্জায় পরিণত করে এবং মসজিদের মিনারকে বেল টাওয়ারে রূপান্তরিত করে।
৭. গোল্ডেন টাওয়ার:
গোল্ডেন টাওয়ার স্পেনের সেভিয়ার একটি সামরিক ওয়াচ-টাওয়ার। এটি ‘টোরে দেল ওরো’ নামেও পরিচিত। টাওয়ারটি ১২২০ সালে আবু-আল-উলা-এর নির্দেশে নির্মিত হয়, যা গুয়াদালকুইভির নদীর মাধ্যমে সেভিয়াতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য নির্মিত হয়েছিল।
৮. ক্রিস্টো ডি লা লুজ মসজিদ:
৯৯৯ সালে স্পেনের টলেডোতে এই মসজিদটি নির্মাণ করা হয়। তখন এটি ‘বাব-আল-মারদুম মসজিদ’ নামে পরিচিত ছিল। ক্রিস্টো ডি লা লুজ মসজিদ ও কর্ডোবা মসজিদ স্পেনের ইসলামী সংস্কৃতির প্রাচীনতম উদাহরণ। খ্রিস্টীয় শক্তি মুসলমানদের কাছ থেকে টলেডো কেড়ে নেওয়ার পর ১১৮৬ সালে মসজিদটিকে ক্যাথলিক চার্চে পরিণত করা হয়।
প্রায় ৮০০ বছরের শাসনাবসানে আজ মুসলমানদের গর্বের আন্দালুসের বুকে জ্বলজ্বল করছে শুধু এসব স্থাপনাগুলোই। হারিয়ে গেছে আল হামরার আর গ্রেট মস্ক অব কর্ডোভার ধ্রুপদি দ্যুতি। নেই স্পেনের বুকে দাপিয়ে বেড়ানো মুসলমান। আছে শুধু স্মৃতিময় এসব স্থাপনা।
লেখক: আলিম খান (ALIM KHAN)
ফুটনোটগুলি:
[১] Muslim | Andalucia.com (Muslim | Andalucia.com)
[২] Alhambra | Palace, Fortress, Facts, Map, & Pictures (Alhambra | Palace, Fortress, Facts, Map, & Pictures)
[৩] Mosque-Cathedral of Córdoba | cathedral, Córdoba, Spain
[৪] The Tower of Gold | The inspiration behind myriad Seville stories (The Tower of Gold | The inspiration behind myriad Seville stories)
[৫] আলহাম্বরা - উইকিপিডিয়া (আলহাম্বরা - উইকিপিডিয়া)
[৬] Almonaster La Real - Mosque | Andalucia.com (Almonaster La Real - Mosque | Andalucia.com)
[৬] কুরতুবা মসজিদ - উইকিপিডিয়া
[৭] স্পেনে মুসলিম ঐতিহ্য | বাংলাদেশ প্রতিদিন (স্পেনে মুসলিম ঐতিহ্য | বাংলাদেশ প্রতিদিন)
[৮] Mosque of Cristo de la Luz - Wikipedia (Mosque of Cristo de la Luz - Wikipedia
Post Comment
কোন মন্তব্য নেই