ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ|

করোনা মহামারির কারণে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন

 নিয়ে অনিশ্চয়তা ছিল। বাংলাদেশে আয়োজনের কথা থাকলেও

 শেষমেশ টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে মালদ্বীপের নাম ঘোষণা

 করা হয়। বুধবার (১৮ আগস্ট) সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ 

করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। 

আগামী ১ থেকে ১৩ অক্টোবর মালদ্বীপের মালে জাতীয় 

স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৫টি দেশ। ভুটানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই দোটানা ছিল। তবে শেষ পর্যন্ত জানা গেছে, ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেয়নি বলে তারা অংশ নিতে পারবে না। অন্যদিকে, ফিফা থেকে নিষিদ্ধ পাকিস্তান। তাই তারাও অংশ নিতে পারছে না। এছাড়া অংশ নেয়নি আফগানিস্তানও।

২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিল বাংলাদেশে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় মালদ্বীপ। এই টুর্নামেন্ট প্রথমে পাকিস্তানে ও পরে বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৯ আগস্ট সাফের কার্যনির্বাহী কমিটির সভায় জানানো হয়েছে অক্টোবরের ওই টুর্নামেন্ট আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

নতুন আয়োজক দেশ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন, 'আগ্রহী দেশগুলোর মধ্যে ভারত ও নেপালের করোনাভাইরাস পরিস্থিতি খুব একটা ভালো নয়। তুলনায় মালদ্বীপের পরিস্থিতি ভালো। মালদ্বীপে করোনাভাইরাসের আক্রমণের হার তুলনামূলকভাবে কম। তাদের টিকা দেওয়ার হারও বেশ ভালো। স্বাভাবিকভাবে কোভিড-১৯ এর কারণে সবার নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পেয়েছে এবং সাফের আয়োজনের জন্য তাদের বেছে নেওয়া হয়েছে।'

টুর্নামেন্টে থাকবে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম। ৩ দিন আগেই অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে মালদ্বীপে গিয়ে পৌঁছাতে হবে। এরপর হোটেল কোয়ারেন্টাইনও করতে হবে তাদের। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে অনুশীলন করার অনুমতি। 

এক নজরে ম্যাচের সময়সূচি

০১ অক্টোবর 
নেপাল-মালদ্বীপ (বাংলাদেশ সময় বিকাল ৪টা)
বাংলাদেশ-শ্রীলঙ্কা (বাংলাদেশ সময় রাত ৯টা)

০৩ অক্টোবর  
বাংলাদেশ-ভারত (বাংলাদেশ সময় বিকাল ৪টা)
শ্রীলঙ্কা-নেপাল (বাংলাদেশ সময় রাত ৯টা)

০৬ অক্টোবর  
শ্রীলঙ্কা-বাংলাদেশ (বাংলাদেশ সময় বিকাল ৪টা)
মালদ্বীপ-বাংলাদেশ (বাংলাদেশ সময় রাত ৯টা)

৮ অক্টোবর
মালদ্বীপ-শ্রীলঙ্কা (বাংলাদেশ সময় বিকাল ৪টা)
নেপাল-ভারত (বাংলাদেশ সময় রাত ৯টা)

১১ অক্টোবর
বাংলাদেশ-নেপাল (বাংলাদেশ সময় বিকাল ৪টা)
ভারত-মালদ্বীপ (বাংলাদেশ সময় রাত ৯টা)

১৩ অক্টোবর ফাইনালে ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ পর্বের শীর্ষ দুই দল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। 

কোন মন্তব্য নেই