মেসি চলে যাবার পর নীতি পাল্টাচ্ছে উয়েফা!
বার্সেলোনা ছেড়ে মেসি চলে যাওয়ার পর ফাইনান্সিয়াল ফেয়ার প্লে নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এর ফলে ক্লাবগুলো যত খুশি টাকা খরচ করে প্লেয়ার কিনতে পারবে। তবে সেজন্য গুনতে হবে অতিরিক্ত কর। আর এই করের টাকা লেভেল প্লেয়িং ফিল্ড গড়তে দেওয়া হবে ছোট দলগুলোকে।

ফাইল ছবি
ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি)। মেসি চলে যাবার পর সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে ছিল এটি।
যারা জানতো না তারাও ইন্টারনেটের কল্যাণে জানতে চেয়েছেন।
খোঁজ নিয়েছেন প্রিয় তারকা চলে যাবার কারণ।
মহাতারকার বার্সা ছাড়তে হয়েছে এই এফএফপির জন্যই। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে ফুটবলের হর্তাকর্তারা। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন এবার উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে'র নিয়মটাই বদলে দেবার চিন্তা করছেন। যেখানে ক্লাবগুলো করতে পারবে ইচ্ছামতো খরচ।
কেমন হবে নতুন ফেয়ার প্লে নীতি? উয়েফা এখানে সাহায্য নিয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএতে অনুসরণ করা নীতি। এনবিএ'তে নিয়ম করা আছে, প্রতিটি দল চাইলে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে'র ধরা-বাধা নিয়মে অর্থ ব্যায়ের সীমা অতিক্রম করতে পারবে। যে কারণে কোনো দলকে নিষিদ্ধ করা হবে না।
তবে, যেসব দল অতিরিক্ত অর্থ ব্যয় করবে, তাদের দিতে হবে অতিরিক্ত কর। তাদের কাছ থেকে পাওয়া অতিরিক্ত করের টাকা ভাগ করে দেওয়া হবে নিচু সারির দলগুলোকে। যাতে করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়। এই প্রস্তাব ডকুমেন্টস আকারে আগামী উয়েফা কংগ্রেসে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন সেফেরিন।
মেসি চলে যাওয়ার এক সপ্তাহ পেরোয়নি। এরই মধ্যে তার শুন্যতার খড়গ বার্সার কাঁধে। রোববার (১৫ আগস্ট) বার্সেলোনার সঙ্গে রিয়াল সোসিয়াদের ম্যাচ দিয়ে লা লিগায় মৌসুম শুরু করতে যাচ্ছে কাতালানরা। কিন্তু এ ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি দেখা যাচ্ছে ক্লাবটির সমর্থকদের মধ্যে।
করোনাভাইরাসের কারণে লা লিগায় গত মৌসুমের পুরোটা দর্শকশূন্য গ্যালারিতেই খেলতে হয়েছে। চলতি মৌসুমে সেই ক্ষরা কাটাতে মাঠে দর্শক ফেরানোর অনুমতি দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। কিন্তু বার্সেলোনা পড়েছে গভীর জলে। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারো এএস জানাচ্ছে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিতে জন্য ২৯ হাজার ৮শ ৩টি টিকিট বিক্রি করতে পারবে বার্সেলোনা। কিন্তু শুক্রবার (১৩ আগস্ট) পর্যন্ত এ ম্যাচটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন মাত্র ১৫ হাজার ৮শ ২০ জন। অর্থাৎ এখনও প্রায় ১৪ হাজার টিকিট অবিক্রিত রয়ে গেছে তাদের।
প্রায় ১৭ মাস পর মাঠে ফিরবে দর্শক। তাই বার্সেলোনা ক্লাবের ৮৩ হাজার মৌসুম টিকেটধারীদের আবেদন করতে বলেছে ক্লাব কর্তৃপক্ষ। যেখানে আবেদন অতিরিক্ত হয়ে গেলে ড্রয়ের মাধ্যমে ভাগ্যবানদের বেছে নেওয়ার পরিকল্পনা ছিল।কিন্তু মেসি না থাকায় পরিস্থিতি হয়ে গেছে উল্টো। দর্শককের কোটাই পূরণ হচ্ছে না। ড্র করা তো দূরের বিষয়।
Post Comment
কোন মন্তব্য নেই