কাছে আশার স্বপ্ন যখন স্বপ্নহয়েই থাকে।
তোর আমার সম্পর্কে প্রেম ভালোবাসার কাহিনি ছিলো কিনা জানিনা।
খুব ইচ্ছে ছিলো আমাদের সম্পর্ক হবে অফলাইনে, যদিও তা শুধু স্বপ্ন হিসেবেই থাকে।
ভার্চ্যুয়াল জগতের বাহিরে তোকে একটি বারের জন্যেও আমি খুজে পাইনি।
পরপর তিনবার আমরা অফলাইনে মিলিত হতে চেয়েও মিলিত হতে পারিনি। এটা হয়তো বিধাতা চায়নি বলেই হয়নি।
আমাদের সম্পর্ক বেশি নয় মাত্র ৬মাসের একটি ছোট গল্প। যা আমি আরো তিন মাস আগেই হারিয়ে ফেলেছি।
আমাদের ইচ্ছে ছিলো ভার্চুয়্যাল জগতের বাহিরে আমাদের একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে।
কিন্তু ব্যাপারটা কষ্টের হলেও সত্যি তোকে আমি অনলাইনের বাহিরে বের করেই আনতে পারিনি।
সর্বশেষ তোর সাথে আমার আগস্টের প্রথম দিকে ভালো ভাবে কথা হয়।
কে জানতো তখন এই কথাগুলো কষ্ট দিবে দিনের পর দিন আমাকে।
খুব ইচ্ছে ছিলো আমাদের সম্পর্ক হবে অফলাইনে, যদিও তা শুধু স্বপ্ন হিসেবেই থাকে।
ভার্চ্যুয়াল জগতের বাহিরে তোকে একটি বারের জন্যেও আমি খুজে পাইনি।
পরপর তিনবার আমরা অফলাইনে মিলিত হতে চেয়েও মিলিত হতে পারিনি। এটা হয়তো বিধাতা চায়নি বলেই হয়নি।
আমাদের সম্পর্ক বেশি নয় মাত্র ৬মাসের একটি ছোট গল্প। যা আমি আরো তিন মাস আগেই হারিয়ে ফেলেছি।
আমাদের ইচ্ছে ছিলো ভার্চুয়্যাল জগতের বাহিরে আমাদের একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে।
কিন্তু ব্যাপারটা কষ্টের হলেও সত্যি তোকে আমি অনলাইনের বাহিরে বের করেই আনতে পারিনি।
সর্বশেষ তোর সাথে আমার আগস্টের প্রথম দিকে ভালো ভাবে কথা হয়।
কে জানতো তখন এই কথাগুলো কষ্ট দিবে দিনের পর দিন আমাকে।

কোন মন্তব্য নেই