ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

সালাহ-ফিরমিনোর নৈপুণ্যে রোমাকে উড়িয়ে দিল লিভারপুল

সাবেক দলের বিপক্ষে জ্বলে উঠলেন ছন্দে থাকা মোহামেদ সালাহ। আলো ছড়ালেন রবের্তো ফিরমিনোও। দুজনেই জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে অবদান রাখেন। তাতে রোমার বিপক্ষে দাপুটে জয় পেল লিভারপুল। ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে গেল অ্যানফিল্ডের ক্লাবটি।

মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ইতালির ক্লাবটিকে ৫-২ গোলে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুল। বড় ব্যবধানে হারলেও শেষ দিকে পাওয়া মুল্যবান দুটি অ্যাওয়ে গোল আশা জোগাচ্ছে বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে ওঠা রোমাকে।

শুরু থেকে ঢিমেতালে চলা ম্যাচের ১৯তম মিনিটে আচমকা গোল খেতে বসেছিল লিভারপুল। প্রায় ২৫ গজ দূর থেকে আলেকসান্দার কোলারভের বুলেট শটের গতি-প্রকৃতি ঠিকমতো বুঝতে পারেননি জার্মান গোলরক্ষক লোরিস কারিয়ুস। বল তার হাত ছুঁয়ে ক্রসবারে লাগে।

এরপর থেকে ধীরে ধীরে ম্যাচে গতি ফিরতে শুরু করে। ২৮তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় লিভারপুল; কিন্তু পাল্টা আক্রমণে ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়ে উড়িয়ে মারেন সাদিও মানে। পরের দুই মিনিটে আরও দুটি সুযোগ নষ্ট করে তারা। সেনেগালের ফরোয়ার্ড মানে ডি-বক্সের মধ্যে থেকে আবারও উড়িয়ে মারার পর সালাহর শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

একের পর এক আক্রমণ করতে থাকা লিভারপুল ৩৫তম মিনিটে পায় গোলের দেখা। ফিরমিনোর পাস ধরে বাঁ-পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সালাহ। বল ক্রসবারের নিচের দিকে লেগে ভিতরে ঢোকে।

৪৫তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। এবারও সহায়তায় ফিরমিনো। সতীর্থের বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে গোলটি করেন ছন্দে থাকা এই ফরোয়ার্ড।

সাবেক দলের বিপক্ষে প্রথম গোলটির মতো এবারও উদযাপন করেননি ২০১৫ থেকে ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত রোমায় খেলা মিশরের এই ফরোয়ার্ড।

দুদিন আগে খেলোয়াড়দের ভোটে ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া সালাহ এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১০টি গোল করলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৩টি।

একইভাবে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে দ্বিতীয়ার্ধ শুরু করা লিভারপুল ৫৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ায়। ডান দিক থেকে সালাহর পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মানে।

কিছুক্ষণ পর সাত মিনিটের ব্যবধানে ফিরমিনোর দুই গোলে ফাইনালের পথে এগিয়ে যায় লিভারপুল।

৬১তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডার জুয়ান জেসুসকে কাটিয়ে সালাহর গোলমুখে বাড়ানো বল টোকা দিয়ে জালে পাঠান ফিরমিনো। আর ৬৮তম মিনিটে জেমস মিলনারের কর্নারে হেডে স্কোরলাইন ৫-০ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

শেষ ১০ মিনিটে ম্যাচের চেহারা আচমকা পাল্টে যায়। চার মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে স্বাগতিকরা।

৮১তম মিনিটে নাইনগোলানের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট ঘেঁষে লক্ষভেদ করেন এদিন জেকো। বার্সেলোনার বিপক্ষে দুই লেগেই গোল করেছিলেন বসনিয়ার এই স্ট্রাইকার।

আর ৮৫তম মিনিটে স্পট কিকে দলের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো পেরোত্তি। নাইনগোলানের শট ডি-বক্সে মিলনারের হাতে লাগলে পেনাল্টিটি পায় অতিথিরা।

আগামী বুধবার রোমার মাঠে হবে ফিরতি পর্ব।

কোন মন্তব্য নেই