স্পেনে ফিরতে মরিয়া নেইমার!
বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে পাড়ি জমানোর কিছুদিন পর থেকেই ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়। তার মধ্যে বেশ কিছু খবর সঠিক হয়েছে।
যেমন সতীর্থ এডিনসন কাভানিসহ কোচিং স্টাফদের সঙ্গে নেইমারের বিবাদ। তখন থেকেই গুজব রটে, মৌসুম শেষেই নাকি আবারও স্পেনে পাড়ি জমাবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। সেক্ষেত্রে আলোচনার শীর্ষে রিয়াল মাদ্রিদ। নেইমারের সাবেক ক্লাবটির চির প্রতিদ্বন্দ্বী ক্লাবটির পক্ষ থেকে বিভিন্নসময় বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে নেইমারকে কেনার বিষয়ে। এখন শোনা যাচ্ছে, প্যারিসে নাকি মন বসাতে পারছেন না ব্রাজিল সুপারস্টার।
স্পেনের একটি গণমাধ্যম দাবি করেছে, ইতিমধ্যেই লা লিগার আঙিনায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন নেইমার। মাত্র একটি মৌসুম কাটিয়েছেন পিএসজিতে। চ্যাম্পিয়ন হয়েছেন লিগ ওয়ানে। শিরোপার লড়াইয়ে মাঠে নামতে না পারলেও দল জিতেছে ফরাসি কাপ।
রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হলেও পিএসজিতে প্রথম মৌসুম কাটিয়েছেন সাফল্যের সঙ্গে। এত কিছুর পরেও নাকি নেইমারের মন পড়ে স্প্যানিশ লিগে। লা লিগায় অন্যরকম আনন্দ খুঁজে পেয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে গ্যালারিতে বসে পিএসজির ফরাসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষি থেকেছেন নেইমার। চোটের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মাঠের বাইরে থাকলেও সতীর্থদের উৎসাহিত করতে প্যারিসে ফিরেছেন তিনি। দলের সঙ্গে ফিটনেস ট্রেনিং শুরু করেলও বল পায়ে মাঠে নামেননি এখনও। যদিও ফরাসি কাপ জয়ের উৎসবে সামিল হয়েছিলেন নেইমার। উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। গলায় ঝুলিয়েছেন চ্যাম্পিয়নের পদক। ট্রফি হাতে সতীর্থদের সঙ্গে ছবিও তুলেছেন। দলের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া নেইমারকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি প্যারিস ছাড়ার অপেক্ষায় রয়েছেন।
স্পেনে ফিরতে চাইলেও বার্সায় নয়, নেইমারের ইচ্ছা পূরণ করতে পারে রিয়াল মাদ্রিদ। স্পেনের রাজধানী শহরের বহুল প্রচলিত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নেইমারকে দলে নিতে আগ্রহী রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এক দশক আগেই টিনএজার নেইমারকে দলে নিতে চেয়েছিলেন তিনি। সেবার ৬০ হাজার ইউরোর বেশি খরচ করতে রাজি না হওয়ায় হাতছাড়া হয় ব্রাজিলিয়ান তারকা। পরে বার্সা ও পিএসজিকে লিগ চ্যাম্পিয়ন করার পর টনক নড়ে পেরেজের।
তবে নেইমারকে দলে নিতে হলে বিশাল অর্থ ব্যয় করতে হবে রিয়ালকে। গত মৌসুমে ২০০ মিলিয়ন পাউন্ডে নেইমারকে দলে নেওয়া পিএসজি ব্রাজিলিয়ান তারকাকে বিক্রি করার জন্য ২২৮ মিলিয়ন পাউন্ড দাম হেঁকেছে। সুতরাং রিয়ালকে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে নেইমারকে দলে নিতে হবে। নেইমারকে মাদ্রিদে আনতে রিয়াল বিক্রি করে দিতে চাইছে গ্যারেথ বেলকে। বেল আগামী মৌসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অথবা টটেনহ্যামে যোগ দিতে পারেন।
কোন মন্তব্য নেই