আগামি কাল হচ্ছে বিশ্বকাপ ড্র৷
আগামি বছর রাশিয়ায় বসছে ফুটবলের অন্যতম আসর ফুটবল বিশ্বকাপ৷
এ আসরে থাকছে না অনেক জনপ্রিয় দল,
আবার অংশ নিচ্ছে প্রথমবারের মতো কয়েকটি দল৷
ইতালি,চিলি,নেদারল্যান্ড এর মতো শক্তিশালী দলগুলো নেই আগামি আসরে৷
আবার প্রথমবারের আফ্রিকা অঞ্চল থেকে অংশ নিচ্ছে মিশর৷
আগামিকাল হচ্ছে বিশ্বকাপের ড্র৷
পূর্ব নির্ধারিত সময়েই হচ্ছে ড্র৷
আগামিকাল সন্ধা নয় ঘটিকায় ড্র অনুষ্ঠিত হবে৷
আর এই ড্র এর মাধ্যমে জানা যাবে কে খেলবে কার বিরুদ্বে৷
ইতিমধ্যেই বিশ্বকাপ বাচাই পর্ব খেলে বিশ্বকাপ নিশ্চিত করেছে মেসি,রোনাল্ডো,নেইমার এর মতো তারকারা সমৃদ্ধ দলগুলো৷
তবে আঠারো বিশ্বকাপে অনেক তারকাখ্যাত ফুটবলারকে মিস করবে ফুটবল বিশ্ব৷
তাদের মধ্যে আন্যতম রোবেন,বুফন,সানছেড়ে,বিদাল,বেল৷
প্রথম দিকেই বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিল৷
কিন্তু সঙ্কট সৃষ্টি হয় মেসির আর্জেন্টিনাকে নিয়ে৷
বাচাই পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত খেলে বিশ্বকাপ নিশ্চিত করে মেসিরা৷
বাচাই পর্ব শেষে বিশ্বকাপ খেলার জন্য বত্রিশ দল ইতিমধ্যেই নিশ্চিত৷
কাল ড্রয়ের মাধ্যমে চুড়ান্ত হবে বত্রিশ দলের গ্রুপ৷
আর এই গ্রুপের ভিত্তিতেই চুড়ান্ত হবে খেলার সুচি৷
সোহরাব হোসাইন
কোন মন্তব্য নেই