সরকারি উদ্যোগে চাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
________________________
আজ ০৯ ডিসেম্বর। জেলা প্রশাসন চাঁদপুরের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন(দুদক) ও ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টি আই বি) সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারাদেশের ন্যায় চাঁদপুরে আন্তজার্তিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়।এর অংশ হিসেবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে এবং সেখানে পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উত্তোলন করে চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুর সবুর মন্ডল কর্মসূচির উদ্বোধন করেন।তারপর শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এক বিশাল র্যালী বের হয়। র্যালীটি মুক্তিযুদ্ধের বিজয় মেলায় গিয়ে শেষ হয়। তারপর আলোচনা সভা ও এক প্রদর্শনী বিতর্ক হয়। বিতর্কে পক্ষ দলে অংশগ্রহন করেন চাঁদপুর সরকারি কলেজ এবং বিপক্ষ দলে অংশ গ্রহন করে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। বিতর্কে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও মডারেটরের দায়িত্ব পালন করেন রাজন চন্দ্র৷
বিতার্কিকদের কে চাঁদপুর সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে মহা মুল্যবান বই উপহার তুলে দেন জেলা প্রশাসক।
এছাড়াও এই মানববন্ধন,র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে চাঁদপুরের সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ,বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীবৃন্দ,ইয়েস ইয়েস ফ্রেন্ডস সহ সর্বসাধারণ।
কোন মন্তব্য নেই