শেষ হলো চট্টগ্রাম পর্ব, দেখে নিন পয়েন্ট টেবিল
ফিরেছে প্রায় এক-তৃতীয়াংশ পথ পার করেছে এবারের বিপিএল। গত ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনের পর ঢাকার শের-ই বাংলা ঘুরে চট্টগ্রামের যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাড়ি জমায় বিপিএলের পঞ্চম আসর। গতকাল (বুধবার) ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে বন্দর নগরীর পাঠ চুকালো। শেষ পর্বে লড়াইয়ের জন্য আবারও ঢাকার বাসে চড়বে সাত দল।
এদিকে ইনজুরি কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল, উড়ছে চিটাগং ভাইকিংস। পয়েন্ট টেবিলেও দাপট দলটির। ৯ ম্যাচে ৭ জয় এবং ২ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের শীর্ষে। টুর্নামেন্টের এ পর্যায়ে এসে বেশ জমে উঠেছে শিরোপার লড়াই। কাগজে কলমে দুর্বল হলেও মাঠের খেলায় ঠিকই দাপট দেখিয়ে চলেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে ঠিক একই ভাবে হতাশ করেছে চিটাগং ভাইকিংস। হারটাকে অভ্যাসে পরিণত করা দলটির অবস্থান একেবারে তলানিতে। ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে রাজশাহীর কাছে ৩৩ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় এক অর্থে নিশ্চিতই হয়ে গেছে তাদের।
কোন মন্তব্য নেই