বই রাখার আলমারি না থাকলে, কিভাবে বইয়ের যত্ন নেওয়া সম্ভব?
এই প্রশ্নের উত্তর অনেকেই অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
তাই উত্তরটাকে নানান প্রসঙ্গের মাধ্যমে বিশ্লেষণ না করে, আমার মন থেকে ছোট করে উত্তর দিলাম।
যা হইতো সকল উত্তরে থেকে কিছুটা আলাদা!
• যত্ন করার প্রথম ধাপ হলো, "ভালোবাসা"।
বইয়ের প্রতি আপনার অগাধ ভালোবাসা থাকলে, তা এমনিতেই যত্নে থাকবে। বই রাখার আলমারি নেই তো কি হয়েছে; তার প্রতি যদি আপনার অশেষ ভালোবাসা থাকে, তবে তাকে আপনি যত্নে রাখতে পারবেন।
আর তাকে ভালোবেসে পড়তে হবে। পড়ার বিকল্প কিছু নেই, তাই যদি আপনি প্রতিদিন বই পড়েন তবে এমনিতেই যত্নে থাকবে।
যেমন করে আমরা প্রিয় মানুষদের অবহেলা করতে পারি না, কিছু না থাকলেও বা না জানলেও তাদের যত্ন করতে পারি। তেমনিভাবে বই যদি আপনার প্রিয় হয়ে থাকে, তবে তা আপনি যত্নে রাখতে পারবেন।
অনেকের বই আছে, এই লকডাউনের মাঝে তার উপর ধুলোবালির আচ্ছাদন পরেছে; তা অনেক যত্নে আলমারিতে গুছিয়ে রাখার পরেও।
যদি বইয়ের প্রতি ভালোবাসা থাকত, তবে তা এমনিতেই যত্নে থাকত।
• দ্বিতীয় ধাপে আপনি বইগুলো আপনার পড়ার টেবিলের কোণে বা জানালার পাশে রাখলে; তার উপর একটা পাতলা কাপড় দিয়ে রাখুন। তাতে করে জানালা বা বাসার ময়লা তার উপর পড়বে না। প্রতিদিন তার দেখভাল করুন আর পড়ুন। তাতে করে তা যত্নে থাকবে।
© মৃন্ময় আচার্য্য (Mrinmoy Acharjee)
** ধন্যবাদ!☺
Post Comment
কোন মন্তব্য নেই