যে গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা
স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে দারুণ চমক দেখিয়েছে। নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে পা রাখলো তারা। আর বাংলাদেশ গ্রুপ রানার্সআপ।

গ্রুপ রানার্স আপ হওয়ায় বাংলাদেশ পড়েছে গ্রুপ-১ এ। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও সম্ভবত শ্রীলঙ্কা।
আর স্কটল্যান্ড পড়েছে গ্রুপ-২ এ। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও প্রথম পর্বে ‘এ’ গ্রুপ থেকে আসা অন্য একটি দল।
ওমানের দেওয়া ১২৩ রানের টার্গেট ১৭ ওভারেই ২ উইকেট হারিয়েই পেরিয়েছে স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন কাইলে কোয়েতজার।
বিশোর্ধ্ব ইনিংস আসে বাকি তিন জনের ব্যাট থেকে। রিভি বেরিংটন ৩১, ম্যাথিউ ক্রুস ২৬ ও গর্জ মুন্সেই ২০ রান করেন। ওমানের হয়ে একটি করে উইকেট নেন ফাইয়াজ বাট ও খাওসার আলী।
এর আগে টস ভাগ্য সহায় হয় ওমানের। কিন্তু সেই ভাগ্য কাজে লাগিয়ে ভালো একটা পুঁজি গড়তে পারেনি স্বাগতিকরা। স্কটিশ বোলারদের তোপে ১২২ রানেই গুটিয়ে যায় ওমানের ইনিংস।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ওমান। ১৩ রানের মধ্যে হারিয়ে বসে ২ উইকেট। জতিন্দর সিং (০) আর ক্যাশপ প্রজাপতি (৩) ফেরার পর ভালো ব্যাটিং করে দলকে এগিয়ে নিচ্ছিলেন ওপেনার আকিব ইলিয়াস। কিন্তু ৩৫ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরতে হয় ইলিয়াসকেও। এরপর সেট হয়ে আউট হয়েছেন মোহাম্মদ নাদিম (২১ বলে ২৫)। এক ধাক্কায় গেছে আরও দুই উইকেট।
১৭ রানের মধ্যে ৩ উইকেট খোয়ানো দলকে টেনে তোলার চেষ্টা করেছেন অধিনায়ক জিসান মাহমুদ। তবে বাকিদের কাছ থেকে সঙ্গ পাননি। ইনিংসের শেষ ওভারে ৩০ বলে ৩৪ করে আউট হন ওমান দলপতি।
শেষ ওভারে তিনটি উইকেট হারায় ওমান। শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ২৮ রান। স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশ ড্যাভে। ২৫ রানে নিয়েছেন ৩টি উইকেট।
২টি করে উইকেট শিকার সাফইয়ান শরিফ আর মাইকেল লিস্কের। দিনের প্রথম ম্যাচে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বড় জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে সুপার টুয়েলভ নিশ্চিত করল মাহমুদউল্লাহর দল।
Post Comment
কোন মন্তব্য নেই