ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

বর্তমানে বাংলাদেশের শীর্ষ দশটি সবচেয়ে লাভজনক ব্যবসা কোনগুলো?


একটা ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য থাকে প্রফিট তৈরি করা। যদি সে ব্যবসাটি প্রফিট করতে না পারে তাহলে, সে টিকে থাকতে পারবে না। বাংলাদেশ অসংখ্য ইন্ডাস্ট্রির অসংখ্য ব্যবসা আছে যারা খুবই প্রফিট করছে, তার মধ্যে সবথেকে এক্সক্লুসিভ দশটা ব্যবসার তালিকা নিচে দেয়া হল:

  1. ফাইনান্স এবং ব্যাংকিং: ফাইনান্স এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি সম্পর্কিত যত প্রকার ছোট এবং মাঝারি ব্যবসা আছে সবাই খুবই ভালো মুনাফা অর্জন করছে। এই ইন্ডাস্ট্রি একটি এভারগ্রীন ইন্ডাস্ট্রি এবং সবসময় সবসময়ের জন্য এই ইন্ডাস্ট্রি সমৃদ্ধি অর্জন করছে এবং ভবিষ্যতেও এর সমৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।
  2. ফুড এন্ড বেভারেজ: ফুড এবং বেভারেজ সংক্রান্ত যত প্রকার ব্যবসা আছে যা বর্তমান সময়ের জন্য সবথেকে বেশি লাভজনক ব্যবসা গুলোর মধ্যে একটি। এই ব্যবসাটি অতীতেও অনেক ভালো সমৃদ্ধি অর্জন করেছিল এবং ভবিষ্যতেও এই ইন্ডাস্ট্রি সংক্রান্ত যেকোন ব্যবসা সফলতা অর্জন করবে।
  3. ডিজিটাল প্রোডাক্ট: বর্তমান সময়ের জন্য একটি নতুন সুযোগ তৈরী হয়ে গেছে সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ডিজিটাল প্লাটফর্ম সংক্রান্ত সকল ধরনের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে এবং নিকট ভবিষ্যতে এর চাহিদা অনেক এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতি বছর 200% 300% হারে এর চাহিদা বৃদ্ধি পাবে। লাভজনক ব্যবসার দিক থেকে এই ইন্ডাস্ট্রিতে সবথেকে প্রথম সারিতে থাকবে কারণ অল্প খরচ করে খুব সহজেই ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যবসা শুরু করা যায়।
  4. রিটেইল এবং ই কমার্স: করোনা পরবর্তীতে সবথেকে লাভজনক ব্যবসার মধ্যে এই ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে এর ব্যবসা এবং বাজারের আকার প্রতিনিয়ত খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও এর সম্ভাবনা বিশাল। রিটেল বিজনেস সবসময়ের জন্য মুনাফাসমৃদ্ধি একটি বিজনেস।
  5. সফটওয়্যার ডেভেলপমেন্ট: হাটি হাটি পাপা করে এই ইন্ডাস্ট্রি দিনকে দিন অনেক সমৃদ্ধি অর্জন করছে। বর্তমান বাংলাদেশ বাজারের মধ্যে সবথেকে ভালো একটি ইন্ডাস্ট্রি হচ্ছে এই সফটওয়্যার ডেভলপমেন্ট ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে অসংখ্য সুযোগ এবং সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এই ইন্ডাস্ট্রিকে ঘিরে প্রতিদিন অসংখ্য স্টার্টআপ তৈরি হচ্ছে বাংলাদেশ। লাভজনক ব্যবসার দিক থেকে এই ইন্ডাস্ট্রি ও খুবই গুরুত্বপূর্ণ কারণ অল্প খরচ করে খুব সহজেই ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যবসা শুরু করা যায় এবং সহজেই বড় করা যায়।
  6. স্বাস্থ্য এবং ফিটনেস: সর্বোচ্চ সেরা ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে এই ইন্ডাস্ট্রির বিজনেস খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন এখানে অসংখ্য ব্যবসা তৈরি হচ্ছে এবং এবং এর মার্কেটের সাইজ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।
  7. অর্গানিক ফার্মিং: স্বাস্থ্যসচেতনতার কথা চিন্তা করে এই ব্যবসাগুলো বাংলাদেশের অনেক জনপ্রিয় হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এর জনপ্রিয়তার বৃদ্ধি পাবে এবং সব থেকে লাভজনক ব্যবসার মধ্যে এই অর্গানিক ফার্মিং এর বিজনেস কে গণনা করা হয়ে থাকে।
  8. কনসালটিং বিজনেস: যে কেউ তার দক্ষতার উপর ভিত্তি করে কনসাল্টিং বিজনেস শুরু করে দিতে পারেন এবং এই বিজনেসের প্রাথমিক মূলধন খুবই কম লেগে থাকে এবং সবথেকে লাভজনক ব্যবসা গুলোর মধ্যে এই ব্যবসাগুলো খুব ভালো অবস্থানে আছে।
  9. অনলাইন এডুকেশন: খুব অল্প টাকা বিনিয়োগ করে এই বিজনেস শুরু করা যায় এবং এই বিজনেসের প্রফিট মার্জিন অনেক বেশি থাকে এটা একটা সানরাইস ইন্ডাস্ট্রি যা দিনদিন সমৃদ্ধির দিকে এগোচ্ছে।
  10. ইলেকট্রনিক্স আইটেম: বাংলাদেশের অন্যতম লাভজনক ব্যবসা গুলোর মধ্যে এই ব্যবসাটি অবস্থান করছে। যার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং যার মার্কেটের আকার এবং আয়তন প্রতিনিয়ত বাড়ছে।

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।


ধন্যবাদ 🙏

কোন মন্তব্য নেই