ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে পাঁচ গোলের মালা পরাল লিভারপুল
কিন্তু আজ এই অবিশ্বাস্য ঘটনাটাই ঘটেছে। মোহাম্মদ সালাহর আলোয় ম্লান হয়েছেন রোনালদো, নাবি কেইতার শিল্পিত ছোঁয়ায় নুয়ে পড়েছে ব্রুনো ফার্নান্দেসের যত দাপট। দিওগো জোতার গতির কাছে হার মেনেছেন হ্যারি ম্যাগুয়াররা। ওদিকে ভার্জিল ফন ডাইকরা থামিয়ে দিয়েছেন রাশফোর্ড-গ্রিনউডদের যত হইচই। ওল্ড ট্রাফোর্ডে ৫-০ গোলে জিতেছে লিভারপুল।
হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সালাহ, বাকি গোলগুলো করেছেন দিওগো জোতা ও নাবি কেইতা।
Post Comment
কোন মন্তব্য নেই