চাঁদ কোন দিকে ওঠে?
চাঁদ বা সূর্য কখনও ওঠে বা নামে না। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে চাঁদকে নিয়ে আর চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। পৃথিবী থেকে সূর্যকে রোজ পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে ঘুরে যেতে দেখবেন এবং চাঁদের ক্ষেত্রেও একই। তবে চাঁদের শরীর আমরা পুরো মাস একইরকম দেখতে পাইনা কারণ এটা নির্ভর করবে এর সূর্যের আলো পড়া অংশ আমাদের দিকে কীভাবে মুখ করে রয়েছে এর উপর।
কোন মন্তব্য নেই