ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

স্পেন কীভাবে এবং কেন মুসলমানদের হাতছাড়া হয়ে যায়?

 



মুসলমান শাসকদের অনৈক্য এবং অযোগ্যতার কারনে স্পেন মুসলমানদের হাত ছাড়া হয়।

৭১১ সাল থেকে স্পেন মুসলমানদের অধীনে আসতে শুরু করে। ৭৫০ সালের মধেই প্রায় সমগ্র স্পেন উপদ্বীপ মুয়াবিয়ার উমাইয়া খেলাফতের অধীনে আসে।

৭৫০ সালে আব্বাসীয়দের বিদ্রোহের মুখে উমাইয়া খেলাফতের অবসান হয় এবং স্পেন আব্বাসীয় খেলাফতের প্রদেশে পরিণত হয়।

কিন্তু ৭৫৫ সালে নির্বাসিত উমাইয়া রাজপুত্র আব্দুর রহমানের নেতৃত্বে স্পেন আব্বাসীয়দের থকে স্বাধীন হয়ে যায় এবং কর্ডোভা আমিরাতের যাত্রা শুরু হয়, যা ৯২৯ সালে কর্ডোভা খেলাফতে রূপান্তরিত হয়।

১০০৯ থেকে ১০১৩ সালের মধ্যে স্পেনে ধ্বংসাত্মক গৃহযুদ্ধ হয় এবং অবশেষে ১০৩১ সালে খেলাফতের পতন হয়। ফলস্বরূপ, খেলাফতের অঞ্চলগুলো ক্ষুদ্র ক্ষুদ্র তাইফা রাজ্যের মধ্যে ভাগ হয়ে যায়। [ঐক্য বিনাশ ! ]

খেলাফতের অবসানের পর স্পেন ক্ষুদ্র ক্ষুদ্র ‘তাইফা’ রাজ্যের মাঝে ভাগ হয়ে যায়। ( (সবুজ অঞ্চল গুলি হলো তাইফা ) [উৎসঃ উইকিপিডিয়া]

এই সুযোগ খ্রিস্টান রাজ্যগুলো লুফে নেয়। তারা তাইফা রাজ্যগুলোর উপর আক্রমণ বহুগুণ বাড়িয়ে দেয় তাদের মধ্যকার অনৈক্যের সুযোগে। ফলস্বরূপ, বড় বড় অঞ্চল মুসলমানদের হাত ছাড়া হতে থাকে। তাইফা রাজ্যগুলো দিশেহারা হয়ে উত্তর আফিকার বার্বার আলমোরাভিদদের আমন্ত্রণ জানায় খ্রিষ্টানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তারা খ্রিস্টানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সার্থক হয়। কিন্তু তাইফা রাজ্যগুলো নিজেদের সম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয় বার্বাররা। [ আগের চেয়ে দুর্বল হলেও ঐক্য ফিরে আসল ]

আলমোরাভিদদের উত্তরসুরী আলমোহাদদের নিয়ন্ত্রণে যায় মুসলিম স্পেন। অভ্যন্তরীণ গৃহযুদ্ধের কারনে আলমোহাদদের শক্তি খর্ব হতে থাকে। এই সুযোগে মুসলিম স্পেন আবারও তাইফা রাজ্যের মধ্যে বিভক্ত হয়ে পরে। [ আবারও ঐক্য বিনাশ ! ]

আবারও খ্রিস্টানরা অনৈক্যের সুযোগ লুফে নেয়। অতিধ্রুত তারা মুরসিয়া এবং আলগার্ভ তাইফা জয় করে নেয়। ফলে একমাত্র মুসলিম রাজ্য বা তাইফা হিসেবে টিকে থাকে গ্রানাডা। খ্রিস্টান রাজ্য কেস্টাইলের ( চিত্রে হলুদ অঞ্চল ) করদ রাজ্য হিসেবে থাকলেও গ্রানাডা অনেক ধনী এবং অর্থনৈতিক ভাবে শক্তিশালী রাজ্য হিসেবে ইউরোপে স্থান নেয়।

গ্রানাডা আমিরাতের মানচিত্র ( সবুজ অঞ্চলটি গ্রানাডা ) [উৎসঃ গুগল ]

১৪৫৯ সাল। এরাগন রাজ্যের রাজা ফারদিনান্দ এবং কেস্টাইল রাজ্যের রাণী ইসাবেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যা ছিল স্পেনে মুসলিম শাসনের ঘন্টা ধ্বনি। তাদের একত্রে ক্যাথলিক সম্রাট বলা হতো। তারা একত্রে রোমের পোপকে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করার কথা জানায়। একের পর এক যুদ্ধে তারা জয়ী হতে থাকে। অবশেষে, ১৪৯২ সালে লম্বা অবরোধের পর গ্রানাডার পতন হয়। ফলে প্রায় ৭০০ বছরের আল-আন্দালুসীয় সভ্যতার পরিসমাপ্তি হয় এবং সাথে সাথে স্পেন চিরতরে মুসলমানদের হাতছাড়া হয়।

কোন মন্তব্য নেই