দাপ্তরিক ছবি তুলতে কেন নীল ব্যাকগ্রাউন্ড লাগে?
দাপ্তরিক ছবি গুলো এমন হতে হয় যাতে তা দিয়ে একজন মানুষের চেহারা সম্পর্কে সম্পূর্ন সুস্পষ্ট ধারনা পাওয়া যায়.
তারজন্যে,
মেমনটা জরুরী ক্যামেরার দিকে সরাসরি ভালোভাবে তাকিয়ে থাকা ঠিক তেমনি জরুরী ব্যাকগ্রাউন্ডের সাথে যথেষ্ট পরিমাণ কন্ট্রাস্ট স্থাপন করা. যার জন্য একটি রঙের সলিড ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা সকল সরকার দ্বারা অনুমোদিত.
এখন,
বিভিন্ন দেশে এই সলিড কালার ভিন্ন হতে পারে. এটা সেই দেশের সরকারের উপর নির্ভর করে. যেমন: আমেরিকাতে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা রাখা হয়.
আর,
আমাদের দেশসহ অনেক দেশেই সেটা নীল রাখা হয়. সেটা হতে পারে হালকা নীল কিংবা একটু গাড়ো নীল তবে খেয়াল রাখতে হবে যাতে কন্ট্রাস্ট ঠিকঠাক থাকে.
কন্ট্রাস্ট কী?
এটার সহজ মানে হলো পার্থক্য.
এটা দিয়ে আমি বুঝিয়েছি ছবিতে যেনো ব্যাকগ্রাউন্ড এবং আপনার চেহারা আর পোশাকের মধ্যে যথেষ্ট কালার পার্থক্য বিদ্যমান থাকে.
Post Comment
কোন মন্তব্য নেই