২৮ অক্টোবর: টিভিতে আজকের খেলা সূচি
গ্রুপপর্বের ড্র’র পর থেকে এই ম্যাচের কথা সবার মুখে মুখে। জুভেন্টাস বনাম বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের মহারণে আজ দেখা হচ্ছে দুই পরাশক্তির। কিন্তু করোনার হানায় ম্যাচের মূল আকর্ষণ ম্লান হতে চলেছে।
বার্সা-জুভেন্টাস লড়াই নিয়ে চায়ের কাপে ঝড় ওঠার কারণ ছিল প্রায় আড়াই বছর পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াইয়ের সম্ভাবনা। সেই সম্ভাবনার পাশে প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে রোনাল্ডো করোনায় আক্রান্ত হওয়ায়।
এক নজরে জেনে নিই টিভি পর্দায় আজ রয়েছে যেসব খেলা-
* ফুটবল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ক্রাসনোদার ও চেলসি
য্যুভেন্টাস ও বার্সেলোনা
সরাসরি, সনি টেন-২, রাত ১১টা ৫৫ ও ২টা
বাসাকসেহির ও পিএসজি
ডর্টমুন্ড ও জেনিত
সরাসরি, সনি সিক্স, রাত ১১টা ৫৫ ও ২টা
ম্যানইউ ও লিপজিগ
সরাসরি, সনি টেন-১, রাত ২টা
Post Comment
কোন মন্তব্য নেই