ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

রোনালদোকে ঠেকানোই লক্ষ্য স্পেনের

বিশ্বকাপের প্রস্তুতিটা ভালভাবেই সেরেছে শিরোপা-প্রত্যাশী স্পেন । এর মধ্যেই   রাশিয়ায় পা রাখা দলটি খেলে  ফেলেছে বিশ্বকাপের  আগে শেষ প্রস্তুতি ম্যাচ । শনিবার ক্রান্সনোদারে অনুষ্ঠিত ম্যাচে স্পেন হারিয়েছে তিউনিশিয়াকে ।  অনেকটা কষ্টে ম্যাচের একেবারে শেষের দিকে একমাত্র গোলটি করে  স্পেনকে জয় এনে দিয়েছেন ইয়াগো আসপাস ।
এদিকে   প্রস্তুতি ম্যাচ শেষে এখন স্পেনের ভাবনায় বিশ্বকাপের গ্রুপ পর্ব ।  আসন্ন বিশ্বকাপে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন খেলবে ‘বি’ গ্রুপে । যেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান  চ্যাম্পিয়ন পর্তুগাল , আফ্রিকার দেশ মিশর আর এশিয়ান শক্তি ইরান । আসরের দ্বিতীয় দিনেই মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন আর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল । এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা এই দলের ম্যাচটি এখন বিশ্বকাপের সবচেয়ে আকাংক্ষিত ম্যাচের তালিকায় । আর হবে নাই বা  কেন , গ্রুপ পর্বে এটাই যে হতে যাচ্ছে সবচেয়ে বড় ম্যাচ । এমনকি এটাকে অনেকে একুশতম বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ড্রেস-রিহার্সেল হিসেবেও ভেবে নিচ্ছেন অনেকেই , হয়ত একটু আগেভাগেই ! কারণ আসন্ন বিশ্বকাপে দুই দলকেই রাখা হচ্ছে ফেভারিটের তালিকায় ।
পর্তুগালের বিপক্ষে ম্যাচটি নিয়ে  ছক  কষা  শুরু করেছে স্পেন । আর সেই  ছকের পুরোভাগে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো । আর সেটাই  স্বাভাবিক ।  কারণ এই  মুহূর্তে পর্তুগাল মানেই রোনালদো । রিয়েল মাদ্রিদের সুপারস্টারকে ঘিরেই স্বপ্ন দেখছে পর্তুগাল নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপটি জয়ের ।
তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের পর স্পেনের রক্ষণভাগের তারকা নাচো কথা বলেছেন স্পেনের বিশ্বকাপ  পরিকল্পনা নিয়ে । স্প্যানিশ এই তারকা  জানিয়েছেন , তিনি মুখিয়ে আছেন পর্তুগালের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচের জন্য ।
তিউনিশিয়ার বিপক্ষে নাচো মাঠে নামেন জর্ডি আলবার জায়গায় এবং ম্যাচে তিনি ছিলেন বেশ  স্বাচ্ছন্দ্য । যদিও এখনও ঠিক নিশ্চিত না রিয়েল মাদ্রিদে খেলা নাচো আসলেই সুযোগ পাবেন কিনা স্পেনের কোচ লেপেতেগুইয়ের পছন্দের একাদশে ।
এই নিয়ে নাচো  জানান , ‘ আমি খুব আশা করছি রোনালদোর বিপক্ষে মাঠে নামার সুযোগ পাব আমি । পর্তুগালের বিপক্ষে ম্যাচটির দিকে তাকিয়ে আছি আমরা সবাই । যদি সুযোগ পাই ,  রোনালদোকে অকার্যকর রাখার পুরো চেষ্টা করব আমি । ‘
এমনিতে  সেন্ট্রাল ডিফেন্ডার হলেও  নাচো খেলতে পারেন রাইট কিংবা লেফট , এমনকি ডিফেন্সিভ  মিডফিল্ডার হিসেবেও । তিউনিশিয়ার বিপক্ষে লেপেতেগুই তাকে খেলান একটু বামদিকে   মিডফিল্ডার হিসেবেই । নাচো মাঠে নামার পরেই নতুন করে মাত্রা পায় লা রোজাদের আক্রমণ ।
এই নিয়ে নাচো জানান , ‘ আজকের (শনিবার) ম্যাচে আমাকে যে পজিশনে খেলানো হয়েছে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম । সবাই জানে , আমি ফুলব্যাকের চেয়ে সেন্টারে বেশী স্বাচ্ছন্দ্যবোধ করি । বড় ম্যাচে আমি এভাবেই খেলি । ‘
সম্প্রতি রোনালদোর রিয়েল ছাড়া নিয়ে উঠেছে  অনেক কথাবার্তা ।
এই নিয়ে নাচো বলেন , ‘ রিয়েল মাদ্রিদের সাথে রোনালদোর এখনও চুক্তি আছে । আমি বিশ্বাস করি , সে রিয়েলেই থেকে যাবে । ‘

কোন মন্তব্য নেই