এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল রিয়াল
‘হেরমানো’ স্প্যানিশ শব্দ। বাংলায় এর অর্থ ভাই। ২০২৩ সালে ডেভিড আলাবাকে ভাই বলে ডেকে তাঁর সুস্থতা কামনা করে টুইট করেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
আলাবা চাইলে একই বার্তা এখন কামাভিঙ্গাকে ফিরিয়ে দিতে পারেন। কামাভিঙ্গাও আবার নতুন করে একই কথা লিখতে পারেন আলাবাকে। কারণ দুজনই যে চোটে পড়েছেন!
গতকাল রাতে হেতাফের রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছেন আলাবা ও কামাভিঙ্গা। দুঃসংবাদ হলো, আগামী শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে তাঁদের মাঠের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। ম্যাচটি একে তো ফাইনাল, তারওপর প্রতিপক্ষ দলের নাম বার্সেলোনা, যাদের বিপক্ষে এ মৌসুমে দুটি ম্যাচেই হেরেছে রিয়াল। আলাবা ও কামাভিঙ্গার চোট তাই মাদ্রিদের জন্য দুশ্চিন্তার বড় কারণ।
হেতাফের বিপক্ষে জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি দুজনের চোট নিয়ে কথা বলেন। তাঁর কণ্ঠে কোপা দেল রে ফাইনালে দুজনকে না পাওয়ার সুর, ‘আগামীকাল (আজ) কী হয় আমরা দেখব। আমার মনে হয় দুজনেই মাংসপেশির ব্যথায় ভুগছে। শনিবার খেলাটা তাই তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’
রিয়ালের একাদশের হয়ে মাঠে নামা আলাবাকে ৪৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন এই অস্ট্রিয়ান সেন্টারব্যাক। তাঁর বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৫ মিনিটে হেতাফে মিডফিল্ডার লুইস মিলার চ্যালেঞ্জের সামনে পড়ে কুঁচকিতে চোট পান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কামাভিঙ্গা মাঠ ছেড়ে যেতে না চাইলেও ব্যথার কাছে হার মেনে বাধ্য হয়েই তাঁকে মাঠের বাইরে যেতে হয়। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আর না থাকায় কামাভিঙ্গা উঠে যাওয়ার পর ১০ জন নিয়ে খেলেছে রিয়াল।
বার্সার বিপক্ষে লেফটব্যাক পজিশনে এখন ফ্রান গার্সিয়াই ভরসা আনচেলত্তির। ফাঁরলা মেন্দি ছন্দে নেই আর আলাবা তো চোটে পড়লেন। ফ্রান গার্সিয়াকে ক্লাসিকোয় খেলালে তাঁর দায়িত্ব হবে ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালকে আটকানো।
কোন মন্তব্য নেই