ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

লিবিয়ায় ১৫ ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখে নাইজেরিয়ান ফুটবলারদের!

 

লিবিয়ায় ১৫ ঘণ্টা বিমানবন্দরে আটকে রাখে নাইজেরিয়ান ফুটবলারদের!

এ সময়ে কোনো খাবার কিংবা পানীয়ও দেওয়া হয়নি নাইজেরিয়ার খেলোয়াড়দের

আফ্রিকা কাপ অফ নেশন্স কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে লিবিয়া গিয়েছিল নাইজেরিয়া ফুটবল দল। কিন্তু একটি পরিত্যক্ত বিমানবন্দরে কোনো খাবার ও পানীয় সরবরাহ ছাড়া তাদের খেলোয়াড়দের ১৫ ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। যে কারণে কিন্তু ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 

আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি তাদের এক সংবাদে জানিয়েছে, রোববার চার্টার্ড ফ্লাইট অবতরণ করার পর থেকে লিবিয়ার একটি পরিত্যক্ত বিমানবন্দরে ১৫ ঘন্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয় নাইজেরিয়ান দলটিকে। এই "অমানবিক আচরণের" অভিযোগের পর সোমবার দলকে দেশে ফেরত পাঠাবে এনএফএফ।

নাইজেরিয়ার খেলোয়াড়দের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি আল আলব্রাক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু কিছু কারণ দেখিয়ে বেনগাজির একটি পরিত্যক্ত বিমানবন্দরে তাদের অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু পরবর্তীতে আল আলব্রাক বিমানবন্দরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি লিবিয়ার তরফ থেকে।

সামাজিকমাধ্যমে নাইজেরিয়ার খেলোয়াড়রা বিভিন্ন পোস্ট করে বিষয়টি সামনে তুলে ধরেন। তাদের দাবি, বাইরে যাওয়ার গেট তালাবন্ধ করে ১৫ ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয় সেই বিমানবন্দরে। খাবার তো দূরের কথা এমনকি কোনো ধরণের পানীয়ও সরবরাহ করা হয়নি।

গত সপ্তাহে সুপার ঈগলসের কাছে ০-১ ব্যবধানে হারের পর লিবিয়ান খেলোয়াড়েরা দাবি ছিল, তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। তবে তাদের অভিযোগ অস্বীকার করে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। ধারণা করা হচ্ছে সে কারণেই প্রতিশোধ নিতে এমন কাজ করেছে লিবিয়া।  

মঙ্গলবার সন্ধ্যায় আফকন কোয়ালিফায়ারে লিবিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল সুপার ঈগলদের। তবে এনএফএফের যোগাযোগের পরিচালক অ্যাডেমোলা ওলাজিরে বলেছেন, 'খেলোয়াড়রা আর ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে কারণ এনএফএফ কর্মকর্তারা দলকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন।'

একটি আনুষ্ঠানিক অভিযোগ কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের (সিএএফ) কাছেও পাঠানো হয়েছে নাইজেরিয়ার পক্ষ থেকে। লিবিয়ায় তাদের সরকারের অনুমোদন ছাড়া এ বিষয়ে হস্তক্ষেপও করতে পারে না নাইজেরিয়ান দূতাবাস।

কোন মন্তব্য নেই