ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বাধা দান, হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ- অধ্যাপক মুজিবুর রহমান

 


ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বাধা দান, হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ- অধ্যাপক মুজিবুর রহমান


জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে বাধা দান, হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৮ সেপ্টেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন। 


বিবৃতিতে তিনি বলেন, “১৮ সেপ্টেম্বর সোমবার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মিছিল শেষ করে ফেরার পথে পুলি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় ও লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। যশোরের শার্শা থেকে ১১ জন ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থেকে ৩ জনসহ গত চার দিনে সারা দেশ থেকে প্রায় একশত নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি পুলিশের গ্রেফতার ও জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাচ্ছি। 


বিবৃতিতে তিনি আরও বলেন, সরকার জুলুম-নির্যাতন চালিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গুম-খুন ও হামলা-মামলা দিয়ে বিরোধী মতের লোকদের কণ্ঠ স্তব্ধ করে দেয়া হয়েছে। মানবাধিকার, ভোট ও ভাতের অধিকারসহ সকল অধিকার থেকে নাগরিকদের বঞ্চিত করা হয়েছে। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়েছে। জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের শতশত নেতাকর্মীকে গ্রেফতার করে মিথ্যা ও সাজানো মামলা দেয়া হচ্ছে। নেতাকর্মীদেরকে বাড়ি-ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। অনেকের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। রাজনৈতিক মামলাসমূহ হীনউদ্দেশ্যে সচল করা হয়েছে। দেশের সর্বত্র অরাজকতা বিরাজ করছে। দমন-পীড়ন চালিয়ে জনগণের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে বর্তমান জুলুমবাজ সরকারের পতন হবে ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। 


অবিলম্বে অন্যায় গ্রেফতার ও হয়রানি বন্ধ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নেয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”




কোন মন্তব্য নেই