মাঠে নামছে রোনালদোর ম্যানইউ, চেলসির প্রতিপক্ষ মালমো
মাঠে নামছে রোনালদোর ম্যানইউ, চেলসির প্রতিপক্ষ মালমো
রাতে গ্রুপপর্বের ম্যাচে আটালান্টার মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে মালমোকে ঘরের মাঠে আতিথ্য দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ছবি: সংগৃহীতইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির কাছে হারের ক্ষত শুকাতে না শুকাতেই এবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আটালান্টা। যে দলটার বিপক্ষে এই প্রথম ইউরো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রেড ডেভিলরা।
রাফায়েল ভারানে, অ্যান্থনি মার্শালদের নিয়ে এ ম্যাচেও আছে শঙ্কা। তাই পুরোপুরি ফিট স্কোয়াড সাজাতে চিন্তার ভাঁজ কপালে পড়তেই পারে কোচ সোলশায়ারের। রাশফোর্ড, গ্রিনউডরা ছন্দে আছেন। পল পগবা, লুক শরা অপেক্ষায় আছেন দলে কনট্রিবিউটের। তবে এক ক্রিস্টিয়ানো রোনালদো জ্বলে উঠলে ম্যাচ জয় শতভাগ নিশ্চিত ম্যান ইউনাইটেডের।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলশায়ার বলেন, 'আমাদের দলে ১১ জন খেলোয়াড় আছে এবং প্রত্যেককেই ভিন্ন ভিন্ন দায়িত্ব নিয়ে খেলতে হয়। খেলোয়াড়রা যার যার দায়িত্ব থেকে খেললে একটা ম্যাচ জেতা অসম্ভব কিছু নয়। আমরা সে লক্ষ্যেই এ ম্যাচের জন্য দলকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস এ ম্যাচ আমরা জিতবো।'
আরেক ম্যাচে, সুইডিশ ক্লাব মালমোকে স্ট্যামফোর্ড ব্রীজে আতিথ্য দেবে চেলসি। মালমোর বিপক্ষে এখন পর্যন্ত দুইবারই দেখা হয়েছে ব্লুদের। দুবারই জিতেছে তারা। গ্রুপ পর্বে এখন পর্যন্ত একটি জয় আর একটি হার আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তাই এ ম্যাচে জয় পেতে চায় টুখেলের দল। প্রতিপক্ষকেও সমীহ করছেন তারা।
চেলসি কোচ থমাস টুখেল জানান, 'মালমোর বিপক্ষে ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা কোন প্রতিপক্ষকেই ছোট করে দেখছি না। মালমোকেও না। একটা শক্তিশালী দলের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নেই আমরা এ ম্যাচেও সেভাবেই নিয়েছি। আর মাঠে সেটাই করে দেখাবো।'
হাকিম জায়েখ, পুলিসিচদের আছে ইনজুরি সমস্যা। তাই, লুকাকু, ওয়েরনার আর কান্তেদের ওপরই ভরসা রাখছেন কোচ।

ছবি: সংগৃহীতইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির কাছে হারের ক্ষত শুকাতে না শুকাতেই এবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব আটালান্টা। যে দলটার বিপক্ষে এই প্রথম ইউরো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রেড ডেভিলরা।
রাফায়েল ভারানে, অ্যান্থনি মার্শালদের নিয়ে এ ম্যাচেও আছে শঙ্কা। তাই পুরোপুরি ফিট স্কোয়াড সাজাতে চিন্তার ভাঁজ কপালে পড়তেই পারে কোচ সোলশায়ারের। রাশফোর্ড, গ্রিনউডরা ছন্দে আছেন। পল পগবা, লুক শরা অপেক্ষায় আছেন দলে কনট্রিবিউটের। তবে এক ক্রিস্টিয়ানো রোনালদো জ্বলে উঠলে ম্যাচ জয় শতভাগ নিশ্চিত ম্যান ইউনাইটেডের।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলশায়ার বলেন, 'আমাদের দলে ১১ জন খেলোয়াড় আছে এবং প্রত্যেককেই ভিন্ন ভিন্ন দায়িত্ব নিয়ে খেলতে হয়। খেলোয়াড়রা যার যার দায়িত্ব থেকে খেললে একটা ম্যাচ জেতা অসম্ভব কিছু নয়। আমরা সে লক্ষ্যেই এ ম্যাচের জন্য দলকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস এ ম্যাচ আমরা জিতবো।'
আরেক ম্যাচে, সুইডিশ ক্লাব মালমোকে স্ট্যামফোর্ড ব্রীজে আতিথ্য দেবে চেলসি। মালমোর বিপক্ষে এখন পর্যন্ত দুইবারই দেখা হয়েছে ব্লুদের। দুবারই জিতেছে তারা। গ্রুপ পর্বে এখন পর্যন্ত একটি জয় আর একটি হার আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তাই এ ম্যাচে জয় পেতে চায় টুখেলের দল। প্রতিপক্ষকেও সমীহ করছেন তারা।
চেলসি কোচ থমাস টুখেল জানান, 'মালমোর বিপক্ষে ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা কোন প্রতিপক্ষকেই ছোট করে দেখছি না। মালমোকেও না। একটা শক্তিশালী দলের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নেই আমরা এ ম্যাচেও সেভাবেই নিয়েছি। আর মাঠে সেটাই করে দেখাবো।'
হাকিম জায়েখ, পুলিসিচদের আছে ইনজুরি সমস্যা। তাই, লুকাকু, ওয়েরনার আর কান্তেদের ওপরই ভরসা রাখছেন কোচ।
Post Comment
কোন মন্তব্য নেই