ইউরোর সেমিফাইনালে আবারও মুখোমুখি ইতালি-স্পেন
এ নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের টানা চতুর্থ আসরে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল
ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে
৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে স্পেন। দিনের অন্য কোয়ার্টার
ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে স্পেনের সঙ্গী হিসেবে শেষ চারে
জায়গা করে নিয়েছে ইতালি।
গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছিল
স্পেন ও সুইজারল্যান্ড। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ম্যাচের ৮ম মিনিটেই ডেনিস
জাকারিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। তবে দ্বিতীয়ার্ধে স্পেনের
সেন্টারব্যাক জুটি পাউ তোরেস আর এমেরিক লাপোর্তের ভুল বোঝাবুঝির
সুযোগ নিয়ে গোল করে সুইসদের সমতায় ফেরান জের্দান শাকিরি।
ম্যাচের ৭৮ মিনিটে সুইস মিডফিল্ডার রেমো ফ্রিউলার লাল কার্ড দেখে মাঠ
ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। তবে ম্যাচের বাকি অংশে
দশজনের সুইজারল্যান্ডের বিপক্ষে ছড়ি ঘুরিয়েও স্পেন কোনো গোল বের
করতে না পারায় নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকার
নামক লটারিতে।
পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ডের হয়ে মারিও গাভ্রানোভিচ প্রথম শটে
লক্ষ্যভেদ করলেও পরবর্তীতে একে একে ফ্যাবিয়ান স্কার, ম্যানুয়েল আকুঞ্জি
ও রুবেন ভারগাস লক্ষ্যভেদে ব্যর্থ হন। অন্যদিকে স্পেনের হয়ে সার্জিও
বুসকেটস ও রদ্রি স্পটকিকে গোল করতে ব্যর্থ হলেও দানি ওলমো, জেরার্ড
মরেনো ও মিকেল ওয়ারজাবাল গোল করলে পেনাল্টি শুটআউটের ভাগ্য
পরীক্ষায় উতরে যায় "লা রোজা"রা। টাইব্রেকারে ২টি পেনাল্টি সেভ করেন
স্পেন গোলরক্ষক উনাই সিমন।
শেষ আটে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয় টুর্ণামেন্টের অন্যতম ফেবারিট
দুই দল ইতালি ও বেলজিয়াম। জার্মানির মিউনিখে অনুষ্ঠেয় এই হাইভোল্টেজ
ম্যাচটি শুরু থেকেই দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ছিল।
ম্যাচের ১৩ মিনিটেই লিড পেতে পারতো ইতালি। তবে লিওনার্দো বনুচ্চির
করা গোল বাতিল হয় অফসাইডে। তবে ৩১ মিনিটে নিকোলো বারেলার
গোলে ঠিকই লিড নেয় আজ্জুরিরা। ৪৪ মিনিটে গোল করে ইতালিয়ানদের
লিড দ্বিগুণ করেন লরেঞ্জো ইনসিনিয়ে। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি
থেকে গোল করে ব্যবধান কমান বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।
দ্বিতীয়ার্ধে দুই দল গোলের অসংখ্য সুযোগ পেলেও ম্যাচে আর কোন
গোল না হওয়ায় টানা ১৩তম জয়ের মাধ্যমে ইউরোর সেমিফাইনালে
পৌছে যায় ইতালি। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ইতালিয়ানরা
অপরাজিত সর্বশেষ ৩২ ম্যাচেই।
আগামী মঙ্গলবার (৬ জু্লাই) দিবাগত রাত ১টায় লন্ডনের ওয়েম্বলি
স্টেডিয়ামে টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইতালি।
copy form: dhakatribune
Post Comment
কোন মন্তব্য নেই