ads

Breaking News

হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়েও মেসির পেনাল্টি না নেওয়ার কারণ
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Ugh PBR&B kale chips Echo Park.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.
মাইক্রোসফট কি টিকটককে কিনে নিচ্ছে?
Vice mlkshk crucifix beard chillwave meditation hoodie asymmetrical Helvetica.
Ugh PBR&B kale chips Echo Park.
Gluten-free mumblecore chambray mixtape food truck.
Authentic bitters seitan pug single-origin coffee whatever.

কেন আপনি ভারতে ঘুরতে যাবেন? দেখুন ছবিতে।

 আমাদের পার্শবর্তী দেশ ভারত সংস্কৃতি, ভাষা, ধর্ম, নিসর্গ, ভূসংস্থানের বৈচিত্র্যময়তার কারণে পৃথীবীর লক্ষ লক্ষ পর্যটকের আকর্ষেণর অন্যতম জায়গা দখল করে আছে। আজ আপনিও হতে চলেছেন তাদের মতো একজন কল্পপর্যটক। চলুন আপনাদেরকে নিয়ে আজ ভারতে বেরিয়ে আসি।

প্রথমেই যাওয়া যাক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ''গোয়া'' তে। গোয়া ভারতের একটি রাজ্য। এইখানে আছে ঝর্না, সবুজ পাহাড়, নদী, প্রাচীন গুহা, পুরোনো গির্জা ও মন্দির, নাড়িকেল গাছের সারি, স্বচ্ছ পানির ফোয়ারা আরো কত কী!!

এরপর গোয়াকে বিদায় জানিয়ে যাওয়া যাক তিন সাগরের রাণী ''কন্যাকুমারী'' তে।

এটি ভারতের দক্ষিণে অবস্থিত। এখানে ভারতসাগর, আরবসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়ে এক অপরুপ সৌন্দর্যলীলা তৈরি করেছে।

এরপর আমরা দেখব উপমহাদেশের মুসলিম স্থাপত্যের উজ্বল নিদর্শন "কুতুব মিনার"। ৭২.৫ মিটার উচ্চতা ও ৩৭৯ টি সিড়ি সমন্বিত, এটি ভারতের সর্বোচ্চ প্রস্তর নির্মিত স্তম্ভ।

ভারতে ঘুরতে এসেছি আর তাজমহল দেখব না!! তাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল আগ্রার " তাজমহল"।

এরপর যাওয়া যাক পাহাড় খোদাই করে তৈরি করা হাজার বছরের প্রন্ততাত্ত্বিক নিদর্শন "অজন্তা ইলোরা"। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ শহরের ১০২ কিলোমিটার উত্তরে অজন্তা নামক স্থানে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি।

এরপরে রয়েছে কেরল। এর সৌন্দর্যের কথা কিছু বললাম না আপনারা নিজেরাই দেখে নিন।

গুগলে কেরলের ছবি ঘাটাঘাটি করতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম। কেরল জায়গাটি সত্যিই অবিশ্বাস্য রকমের সুন্দর।

আপনি যদি পার্কের বিভিন্ন রাইডে চড়তে পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনার জন্য। "নিক্কো পার্ক"

এরপরে যে সুন্দর জায়গাটি রয়েছে সেটা চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই অপরুপ শহরটির নাম "দার্জিলিং"। এটি ভারতের পশ্চিমবঙ্গের একটি শহর।

শেষ জায়গাটি ইচ্ছে করেই শেষে রাখলাম। এটি পৃথিবীর ভুস্বর্গ " কাস্মীর"।

আজ এতটুকুতেই ইতি টানতে হচ্ছে । উপরের স্থানগুলোর মধ্যে কোনটি আপনার ভাল লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু।

ধন্যবাদ😀

কোন মন্তব্য নেই