মাসুদ কে, যাকে ভালো হতে বলা হচ্ছে?
মাসুদ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন কর্মকর্তা। তার পুরো নাম মাসুদুর রহমান। তিনি প্রতিষ্ঠানটির উপ-পরিচালক পদে কর্মরত আছেন।
মিরপুরে বিআরটিএ’র কার্যালয় পরিদর্শনকালে এক কর্মকর্তার সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি: বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডট কম
বাংলা নিউজের এক সংবাদে জানা যায় মন্ত্রী ওবায়দুল কাদের বলেন "মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।”
মাসুদ কি ভালো হয়েছেনঃ
মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মজার মজার ভিডিও তৈরি হয়েছে। বাংলাদেশের ফাটাকেষ্ট হিসেবে পরিচিত মন্ত্রী ওবায়দুল কাদের মাসুদকে প্রায় চার বছর আগে ভালো হয়ে যেতে বলেছিলেন। মাসুদ কি সত্যিই ভালো হয়েছেন?
মাসুদ ভালো হয়েছেন কিনা তা জানার জন্য বাংলা ট্রিবিউন তার সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যান।
ভিডিওটি প্রসঙ্গে মাসুদ আলমের সঙ্গে কথা বললে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি চার বছর আগের ঘটনা।’ আপনাকে তো ভালো হয়ে যেতে বলেছিলেন মন্ত্রী, ভালো হয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো এখন মিরপুর অফিসে বসি না, হেড অফিসে বসি’। এর আগে বার বার তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারা যায়নি। তিনি সবসময়ই ‘পরে কথা বলবো’, ‘মিটিংয়ে আছি’ বলে এড়িয়ে যান। তিনি বার বারই হেসে বলেন, ‘আমি এখন আর ওখানে নেই।’
কোন মন্তব্য নেই